August 29, 2025, 9:43 am

News Headline :
রাজশাহীর শাহমুখদুম থানায় ক্ষমতা না থাকলে মিলছেনা সেবা রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : লিটু রাজশাহীতে হত্যার উদ্দেশ্যে হামলা আসামিরা ধরা ছোঁয়ার বাইরে র‍্যাব-৫ এর এফএস সদস্যকে বেকাদায় ফেলতে মাদক ব্যবসায়ী দম্পতি’র সংবাদ সম্মেলন রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারন মানুষ আরএমপি’র তিন থানার ওসি’সহ ৭ জনের একযোগে বদলি ‘ডক্টর ইংলিশ’র পরিচালক অনিন্দ্যসহ তিন জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর চারঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার রাজশাহীতে একই পরিবারের ৪জনের মরদেহ উদ্ধার
ছাত্র আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

ছাত্র আন্দোলনের মুখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

শাহজাদপুর প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ ছাত্রদের এক দফা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অনশনের মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিসি ড. শাহ আজম শান্তনু।

বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ। পদত্যাগ কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা উল্লেখ করেছেন।

তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু তার স্বাক্ষরিত এক কপি পদত্যাগ পত্র তার মুঠোফোনের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আগামীকাল শুক্রবার হার্ডকপি পেলে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পাদন করা হবে।

জানা যায়, গত ১৯ আগষ্ট সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একাডেমিক ভবন ১-এ ভিসি’র পদত্যাগের ১ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন এবং ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এসময় তারা দাবি করেন শেখ হাসিনার আশির্বাদপুষ্ট ও তার‌ই অনুগত হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাধারণ ছাত্রদের উপরে তিনি হামলা চালান। এছাড়া বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা ও নিজ অফিস কক্ষকে আ.লীগ কার্যালয়ের মতো পরিচালনা করার অভিযোগ পাওয়া যায়।

পরদিন মঙ্গলবার ২৪ ঘন্টা অতিবাহিত হ‌ওয়ার পরেও ভিসি ড. শাহ আজম পদত্যাগ না করায় তারা একাডেমিক ভবন ১-এ আবারো বিক্ষোভ প্রদর্শন করে জোরদার আন্দোলনের ঘোষণা দেয়।

এর‌ই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে আমরণ অনশনে বসে। এসময় প্রশাসনিক ভবনে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পরে।

এরপর বিকাল সারে ৪টায় অনশনরত শিক্ষার্থীদের কাছে খবর আসে ভিসি ড. শাহ আজম শান্তনু পদত্যাগ করেছেন। খবরটি শুনে আন্দোলনরত শিক্ষার্থীরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে।

উল্লেখ্য, প্রফেসর ড. শাহ আজম শান্তনু ২০২১ সালের ৮ই ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.