July 11, 2025, 4:19 pm

News Headline :
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের কথিত সভাপতি ‘জুলু’ সেনা অভিযানে গ্রেফতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে আওয়ামীলীগের দোসরদের অপসারনের দাবীতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে নৌ-ভ্রমণে এসে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র

শাহজাদপুরে নৌ-ভ্রমণে এসে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র

শাহজাদপুর প্রতিনিধি: বন্ধুদের সাথে নৌ-ভ্রমণে এসে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোয়াইব হোসেন (২১) নামের এক কলেজ ছাত্র। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর শহরের ঘোঁষগাতী মহল্লার ব্যবসায়ী আব্দুস সালাম বাবুর ছেলে এবং ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

বুধবার (২৮ আগষ্ট) দুপুর দুইটায় দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা স্লুইস গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নৌকার মাঝি আব্দুল মোন্নাফ জানান, “উল্লাপাড়ার শ্রীকোলা থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৪ জন ছাত্র এবং ৬ জন ছাত্রীসহ তারা মোট ২২জন নৌকাযোগে সকাল সাড়ে নয়টায় রওনা হয়ে এগারোটার দিকে রাউতরা এসে পৌঁছান। তাদের কয়েকজন গোসল করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।”

প্রত্যক্ষদর্শী আজিজুল খাঁ জানান, “এখানে পৌছার পর ছাত্র ছাত্রীদের একদল রান্না করতে শুরু করেন এবং কয়েকজন রাউতরা স্লুইস গেটে নদীতে গোসল করতে নামেন। এসময় প্রবল স্রোতে তারা ভেসে যেতে থাকলে স্থানীয় জনতা ও অন্য বন্ধুরা রাফি (২০), মওদুদ (২০) এবং মাসুম (২২) কে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু সাঁতার না জানায় মুহুর্তেই ডুবে যান সোয়াইব হোসেন।”

ঘটনাস্থলে উপস্থিত শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় তারা নিখোঁজের উদ্ধার কাজ শুরু করেন। পরে বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরিদল দলও উদ্ধার অভিযান শুরু করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ সোয়াইব হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.