নিজস্ব প্রতিনিধি: বেআইনি জনতা দলবদ্ধ হয়ে হত্যার চেষ্টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়ে করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শুক্রবার) মামলাটি করেন লক্ষীপুর গ্রেটার রোড়ের সামসুল হকের ছেলে নাজমুল হক।
এজাহার সুত্রে জানা যায়, লক্ষীপুর টিবি রোড় এলাকার আফা মন্ডলের ছেলে আসামী ১. বুলবুল (৪০), ২. আওয়াল (৫০), ৩. আলমগীর (৪৫), লক্ষীপুর ভাটা পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ৪. তুহিন (৩৮), ৫. শাহিন (৪০), ৬. নাইম (৩৫), ডিঙ্গাডোবা এলাকার মৃত আতাহারের ছেলে ৭. খিচ্চু (৩২), দাশপুকুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে ৮. শুভ (৩২), একই এলাকার ৯. মাখন (৩৫), লক্ষীপুর কাচাঁবাজার এলাকার ১০. আমিন শেখের ছেলে কাদের শেখ (৫০), দাশপুকুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে ১১. তুষার (৩২), বহরমপুর এলাকার খোরশেদের ছেলে ১২. জনি (৩০), লক্ষীপুর টিবি রোড় এলাকার মৃত ইউনুস খানের ছেলে ১৩. সাইফুল (৪৫), কাদের আলীর ছেলে ১৪. মনির (২০), একই এলাকার আওয়ালের ছেলে ১৫. লেমন (২০) ও ১৬. সিজানসহ (২০), অজ্ঞাত আরো ৪০/৫০ জন ব্যক্তি মামলার বাদি লক্ষীপুর গ্রেটার রোড়ের সামসুল হকের ছেলে নাজমুল হক ও তাঁর ১১ বছরের ছেলেসহ তাঁকে হত্যার চেষ্টা চালায়।
এজাহারে উল্লেখ্য আছে বাদি ও তার ছেলে ১৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে আসলে পুর্ব শত্রুতার জেরে আসামীরা ধারালো অস্ত্রসহ পিস্তল নিয়ে তাদের মারধর করা শুরু করেন। জনমতে আতংক সৃষ্টি করতে আসামীরা ফাঁকা গুলিও করেন। আসামীরা ১১ বছরের ছেলের ওপেন হার্ড সার্জারী করা স্থানে আসামী আঘাত করতে থাকলে ছেলেকে বাঁচাতে আত্মচিৎকার দিলে সাধারণ জনতা তাদের উদ্ধার করেন। পরে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এজাহার দায়ের করেন।
এসব বিষয়ে জানতে আসামীদের ফোনে একাধিকবার ফোন করেও তাঁদের পাওয়া যায়নি। একারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।