November 24, 2024, 4:45 am

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক টাইলস মিস্ত্রি আহত হয়েছেন। এব্যাপারে রাজপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী টাইলস মিস্ত্রি আইনুল ইসলাম টনি। টনি নগরীর বহরমপুর অচিনতলা এলাকার মৃত তমির উদ্দিন কালু শেখের ছেলে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় অচিনতলা মোড়ে এক দল সন্ত্রাসী এ হামলা চালায়।

থানা ও এজাহার সুত্রে জানা যায়, ওইদিন একই এলাকার বিনোদের ছেলে সুজন ওরফে বাঘু, আজাহারের ছেলে রাব্বিল, পিন্টুর ছেলে শিশিরসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী টাইলস মিস্ত্রি টনির উপর ধারালো অস্ত্রসস্ত্রসহ আক্রমণ করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই ভুক্তভোগী টনি বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। টনির বাম পায়ে ছুরিকাঘাতে কয়েকটি সিলাই পড়ে।

বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, একজন টাইলস মিস্ত্রিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করেছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ে হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত টনি বলেন, ১৯ সেপ্টেম্বর সকালে একটি চায়ের দোকানে একজন বয়স্ক মানুষের সঙ্গে বাঘু নামে ওই ছেলে খারাপ আচারণ করেন। এটার প্রতিবাদ করায় সন্ধ্যায় সন্ত্রাসীদের নিয়ে এসে তার উপর হামলা চালায়। এতে তার শরীলের বিভিন্নস্থানে ছিলাফোলাসহ বাম পায়ের থাইয়ে কয়েকটি সিলাই পরে।

উল্লেখ্য, রাব্বিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে মাদকাসক্ত। চুরি, ছিনতাইসহ তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.