May 21, 2025, 5:36 am

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
এবার সেই হিটলারের বিরুদ্ধে মাদক সম্পৃত্ততার অভিযোগ

এবার সেই হিটলারের বিরুদ্ধে মাদক সম্পৃত্ততার অভিযোগ

 

নিজস্ব প্রতিনিধি: গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলে সুবিধাবাদী একদল মানুষ নেমে পড়েন দখলদারত্বে। প্রশাসন যখন সম্পূর্ণরুপে নিষ্ক্রিয়, ঠিক সময়ে মাঠে হঠাৎ করে তৎপর হয়ে উঠে চিহ্নিত চোরাকারবারী, মাদক ব্যবসায়ী, আ’লীগের দোসররা। প্রশাসনের নিষ্ক্রিয় ভুমিকা চলাকালে ক্ষমতার অপব্যবহার করে রাজশাহী সদর দলিল লেখক সমিতি হাতিয়ে নেয় শামীম রেজা হিটলার গং।

শামীম রেজা হিটলার কুখ্যাত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামী লিটনের ছেলে আব্দুস সালামের পাটনার৷ একই সঙ্গে কাশিয়াডাংগা থানায় মাদক মামলায় আটক হয় তাঁরা। পরে অবশ্য চার্জশিট থেকে তার নামটি বাদ পরে যায়। ক্ষমতার পালাবদলের পরপরই কুখ্যাত মাদক কারবারি আব্দুস সালামকে বাঁচাতে ও নিজের মাদক ব্যবসা সক্রিয় রাখতে জনসম্মুখে সালামকে ভালো সাজানোর চেষ্টা করা হচ্ছে। আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা জোর বাগান এলাকার লিটনের ছেলে। সালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হিটলার যখন জেলা পুলিশের কোর্টে অস্থায়ী নিয়োগে ছিলেন তখন থেকে মালখানার মাদক ও সালামের সঙ্গে সখ্যতা গড়ে উঠে।

উল্লেখ্য, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ ভোটে নির্বাচিতদের নানা রকম ট্যাগ লাগিয়ে আ’লীগ পন্থীর একটি অংশ হঠাৎ করেই বিএনপি সেজে ফায়দা হাসিলের চেষ্টায় লিপ্ত হয়েছেন। ইতোমধ্যে বুলবুল, শামীম রেজা হিটলার, সুইট, বদরুদ্দোজা বদর গংরা তাঁদের আওতায় নিয়েছে প্রতিষ্ঠানটি।।

একটা সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার আস্থাভাজন এবং রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বালু ব্যবসায়ী আজিজুল আলম বেন্টুর নিকট থেকে সুবিধা গ্রহণকারী সুইট, বদর গংদের সাথে চলাফেরা শুরু করেন হিটলার।

সর্বশেষ তাকে ২০২৩ সালের ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের নৌকার প্রচারনা মিছিলেও দেখা যায়। (প্রচার ভিডিও সংগৃহীত)
২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে পর্যন্ত তাকে বিএনপির কোন মিছিল মিটিং-এ তেমনটা দেখা যায়নি। পরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিএনপির ১ টি প্রোগ্রামের ফটোশেসানের ১/২ টি ছবিতে তাকে দেখা যায়।

পরবর্তিতে ২০২৩ সালের সেপ্টেম্বর/অক্টোবর মাসের দিকে তার মায়ের সুদের ব্যবসার ঝামেলার কারণে অথবা তার পারিবারিক দ্বন্দের কারণে অথবা কারো সাথে ব্যবসায়িক বা টাকা ভাগাভাগির কোন দ্বন্দের কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জানা যায়, বিএনপির কোন এক মামলায় তাকে চালান দেওয়া হয়।

জুলাই মাসে ছাত্র আন্দোলন শুরু হলেও ৫ই আগষ্টের আগ পর্যন্ত তার কোন প্রকার কার্যক্রম বা তার ফেসবুক আইডিতেও বিএনপির কোন প্রকার পোস্ট পরিলক্ষিত হয়নি। কিন্তু ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তার বিভিন্ন রকম দখলদারি কার্যক্রম শুরু হয়।

এবিষয়ে শামীম রেজা হিটলার বলেন, আমার নামে মাদক সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ন মিথ্যা। আব্দুস সালাম এর সাথে আমার বন্ধু সূলভ সম্পর্ক এর কারনে আমার এবং সালামের নামে কাশিয়াডাংগা থানায় একটি মামলা হয় পরে মামলা থেকে আমি অব্যাহিত পায়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.