May 18, 2025, 8:37 pm

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম তাঁর অফিস কক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ এর ফলাফল পরিসংখ্যান গণমাধ্যম কর্মীদের কাছে হস্তান্তর করেন।

এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান ফলাফল ঘোষণায় জানান, এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩৯১৯৩ জন । তাঁর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩৭১৮৪ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২০০৯ জন। মোট পাশের হার ৮১.২৪%। জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ২৪৯০২ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ছাত্র ১০৩০৫ জন এবং ছাত্রী ১৪৫৯৭ জন। বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন। ১০০% পাশকৃত কলেজের সংখ্যা ৩৫টি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৭৪১টি কলেজের পরীক্ষা ২০৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। অভিভাবক ও শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তিনি তাদেরকেও অভিনন্দন জানান। একই সাথে চেয়ারম্যান অকৃতকার্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি গ্রহণ পূর্বক আগামী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানান। অকৃতকার্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.