রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির ফাঁস হওয়া অডিও ক্লিপ ও সাধারন সম্পাদকের ফেনসিডিল সেবনের ভিডিও তাদের নয়। এই দুই নেতার দাবি, দুটিই সুপার এডিটিং। রবিবার দুপুরে রাজশাহী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে তারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাকিবুল ইসলাম রানা বলেন, তিনি কখনই শিবির বা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। ভাইরাল হওয়া অডিও এডিট করা। তাদের রাজনৈতিক প্রতিপক্ষ এসব ষড়যন্ত্র করেছেন।
সাধারন সম্পাদক জাকির হোসেন ভিডিওতে দেখা ব্যক্তি তিনি সেটি নিশ্চিত করে জানান, সেদিন তিনি ফেনসিডিল নয়, কোমল পানীয় স্পিড সেবন করছিলেন। তার ফেনসিডিল সেবনের ভিডিওটি সুপার এডিটিং করা। পরে এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সম্প্রতি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ৪ মিনিট ১০ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দলীয় পদ পাইয়ে দিতে এক নারী কর্মীকের আপত্তিকর প্রস্তাব দেয়ার পাশাপাশি নিজেকে সব চিটারের দলের সর্দার বলেন রানা। সেইসাথে সাধারন সম্পাদক জাকির হোসেন অমিকে এক নেতার চেম্বারে বসে ফেনসিডিল সেবন করতে দেখা যায়। এ নিয়ে রাজশাহী জুড়ে শুরু হয় বির্তক। এ ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।