নিউজ ডেস্ক: গাইবান্ধার সাঘাটায় স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুলাই পারিবারিক বিরোধের জেরে স্বামী সাইফুল ইসলাম তার সহযোগী আব্দুল করিমকে সাথে নিয়ে দ্বিতীয় স্ত্রী শিউলী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। লাশটি কামালেরপাড়া ইউনিয়নের বসন্তের পাড়া গ্রামের একটি টয়লেটের সেফটিক ট্যাংকে ফেলে দেয়।
এ ঘটনায় পরদিন নিহত শিউলীর ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৩০ জুলাই সাঘাটা থানা পুলিশ ওই সেফটিক ট্যাংক ধেকে গৃহবধূ শিউলীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ছাইফুল ও তার সহযোগী আব্দুল করিমকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
আই:না