November 23, 2024, 8:23 pm

News Headline :
রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে কোথাও স্থাপনা করতে না পেরে শেষমেস ভাঙারির দোকানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ: নাছিম রাজশাহীতে আলু ও তেলের দাম বাড়তি রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বললো মহানগর ছাত্রদল প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার মতবিনিময় দেশের সকল ক্ষমতার মালিক হবেন জনগণ: ড. মুহাম্মদ ইউনূস রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন দালালের ফাইলে আগে সই করেন রাজশাহী পাসপোর্ট অফিসের ডিডি
রাজশাহীতে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে বেসরকারি কলেজ শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ৩২ বছরের বৈষম্য অবসান করে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভূক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে শক্তিপূর্ণ মানবন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে “অ্যাপ্লিকেশন টু দ্যা চিল অ্যাডভাইজার” কর্মসুচি পালন করেন রাজশাহীর বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকবৃন্দরা।

২৪ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার রাজশাহীর জিরো পয়েন্টে বাংলাদেশ বেসরকারি কলেজ অর্নাস – মাষ্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা কমিটির উদ্দ্যেগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজে সমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩৫০০ জন অনার্স-মাস্টার্স কোর্সে শিক্ষকদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে “অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার” কর্মসূচি পালন করেন অনার্স-মাস্টার্স শিক্ষক-শিক্ষিকারা।

উত্ত কর্মসূচি রাজশাহী জেলা শিক্ষক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার ১১ টি কলেজ হতে আগত শিক্ষক নেতৃবৃন্দরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন বলেন, এমপিওভুক্তির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে সরকারের সুদৃষ্টি কামনা করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরেও অদ্যবধি সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়ে গেছি।

এ ধারাবাহিকতায় গত ১৫ অক্টোবর ২০২৪ তারিখ থেকে ১৭ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকায় শিক্ষা ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে ১৭ অক্টোবর ২০২৪ বিকাল ৪:৩০ মিনিটে আমরা ‘মার্চ টু যমুনা” কর্মসূচি ঘোষণা করি। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে অগ্রসর হতে বাধা দেয়। ফলে আমরা রাস্তায় বসে পড়ি। এরই মধ্যে আসরের নামাজের আজান হলে আমরা সেখানেই নামাজ আদায় করি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার অসুস্থতার কথা জানতে পেরে তাদের সুস্থতার জন্য দোয়া করি । এমন সময় পেছনের দিক থেকে অর্থাৎ খাদ্য অধিদপ্তরের দিক থেকে পুলিশ বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আমাদের অনেক শিক্ষক আহত, রক্তাক্ত হয় এবং সমাবেশ পন্ড হয়। যার ভিডিও ও স্থির চিত্র বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশন মিডিয়াতে ফলাও করে প্রচারিত হয়েছে। এ ঘটনার জন্য আমরা শিক্ষক সমাজ লজ্জিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় আরো বক্তব্য রাখেন মো: মেহেদি হাসান,মো: অলিউল্লাহ রহমান অলি ,কাজল কুমার মণ্ডল,মো:জালাল হোসেন ,মো: সানোয়ার হোসেন , মো: বাসার হোসেন প্রমূখ সহ ১১ টি কলেজের শিক্ষকবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.