July 12, 2025, 9:14 pm

News Headline :
পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩,  মেয়েরা এগিয়ে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ ১৭ বছর ধরে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে রূপপুর প্রকল্পসহ হার্ডিং ব্রিজ ও লালন শাহ সেতু রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক রাজশাহীতে কথিত সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ‘‘জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি’’: রাজশাহীতে নাহিদ বাগমারা আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান মোজাম্মেল এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রাজশাহী প্রেসক্লাবের কথিত সভাপতি ‘জুলু’ সেনা অভিযানে গ্রেফতার
আড়ানীতে সাবেক প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় গড়ে উঠেছে অবৈধ ভেজাল গুড়ের কারখানা

আড়ানীতে সাবেক প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় গড়ে উঠেছে অবৈধ ভেজাল গুড়ের কারখানা

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভারত থেকে আসা এলসি গুড় যা গো খাদ্য নামে পরিচিত এর সাথে ফিটকারী, হাইড্রোজ ও রং মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। অস্বাস্থ্যকর পরিবেশে রাজশাহীর বাঘা, আড়ানী, চারঘাট, বানেশ্বর ও পুঠিয়া এলাকায় গড়ে উঠেছে অর্ধশত অনুমোদনহীন ভেজাল গুড়ের কারখানা।

গত ৬ই নভেম্বর বুধবার রাজশাহীর বাঘা উপজেলার  আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর বাড়ির ঠিক পেছনে একটি বসত বাড়িতে গুড়ের কারখানায় সরেজমিনে দেখা যায়, ভারত থেকে আমদানীকৃত গো খাদ্য এলসি গুড়, ফিটকারী, হাইড্রোজ ও রং মিশিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে আখ ও খেজুর গুড়। এতে যেমন বাড়ছে স্বাস্থ্যর ঝুকি তেমনি কারখানার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।

স্থানীয়দের দাবি, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ছত্রছায়ায় ফয়সাল ও রমজান দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে আসছে। নিয়মিত এই কারখানায় তৈরি হয় ভেজাল গুড়। শাহরিয়ার আলমের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাইনা কেউ। কারখানার কালো ধোঁয়া ও পঁচা বাসি দূর্গন্ধে আমরা অতিষ্ঠ,প্রশাসন জানার পরেও এতদিন কোনো ব্যবস্থা নেয়নি এখন আমরা এলাকা বাসি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

কারখানা মালিক ফয়সাল ও রমজান বলেন, ভারত থেকে আসা এলসি গুড় দিয়েই আমরা গুড় তৈরি করি। সারা বাংলাদেশেই এলসি দিয়ে গুড় তৈরি হয় তাই আমরাও তৈরি করি। আখের অনেক দাম আবার তা সারা বছর পাওয়া যায় না তাই ইন্ডিয়ান লিকুইড চিনি (এলসি) গুড় এই ভরসা। আমাদের গুড় ব্যবসায়ীদের একটা সমিতি রয়েছে। আমরা ইউএনও, এসিল্যান্ড, ভোক্তা এবং পুলিশ সহ সকল প্রশাসন কে ম্যানেজ করেই দীর্ঘদিন থেকেই গুড়ের ব্যবসা করে আসছি।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেন, ভেজাল সব খাবারই মানব দেহের জন্য ক্ষতিকর। চিনি, ফিটকারী, হাইড্রোজ ও রং ব্যবহার করে তৈরি গুড় খেলে মানবদেহের অনেক ক্ষতি হবে। প্রতিটি উপাদানই ক্ষতিকারক এই ভেজাল গুড় মানুষের পেটে গেলে লিভার ক্যানসার হতে পারে। এতে করে লিভার নষ্ট হতে পারে ধীরে ধীরে মানবদেহে নানাবিধ সমস্যা দেখা দিবে। আমার উপজেলায় এরকম ভেজাল গুড়ের কারখানা আর থাকবে না আমরা পরিদর্শনে যাবো যেহেতু এখন খেজুর গুড় তৈরীর সময় আসছে একের পর এক কারখানা গুলোতে অভিযান চলবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.