নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ দলের দলের বিভিন্ন নেতাকর্মীরা ।
এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু আন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।
এসময় তিনি ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মিজানুর রহমান মিনুর সাথে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
এদিকে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহাব্বায়ক এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুনুর রষীদ মামুনের নেতৃতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপির আরেক অংশের নেতাকর্মীরা।