November 27, 2024, 8:46 am

রাজশাহীর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে তুহিন গ্রেফতার

রাজশাহীর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে তুহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিন (৩৬)। র‍্যাবের একটি দল আজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরের বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তিতে র্যাব তুহিনকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বিকেলে এ অভিযান চালায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরের বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।

র্যাব জানায়, মামলায় করা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে।

তুহিন রাজশাহীর ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরের রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরও অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন।

তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও আত্মগোপনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.