নিউজ ডেস্ক: পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এরকম একটি ছবি ভাইরাল হয়েছে।
তবে আসলেই তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা, সেই বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য-ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস।
ভাইরাল ছবিটিতে দেখা যায়, একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা। গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন, হায়রে বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু। এই ধরনের দাবিতে করা পোস্ট ফেসবুক এবং এক্সের আর্কাইভ ভার্সনে দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।
ছবিটির ফ্যাক্ট চেক করে দেখা যায়, শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবিটি এডিট করা হয়েছে। এই ছবির মূল ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত। সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে।