May 19, 2025, 12:02 am

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব

 

গোদাগাড়ী প্রতিনিধি :- সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের হৃষ্টপুষ্টকরণ গরু ও গরু গৃহের উপকরণ বিতরণ কাজের অর্ধেকই গায়েব করেছেন ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানটি এমন তছরুপ করেছেন ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর ন্যায্য অধিকার।

৯ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

শর্ত অনুযায়ী পণ্যের প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং মান থাকতে হবে। মোটাতাজাকরণের জন্য স্বাস্থ্যকর, ষাঁড় বাছুর, বয়স- ন্যূনতম দের বছর, শরীরের ওজন ন্যূনতম ৮০ কেজি, শরীরের স্কোর ন্যূনতম ৫ পয়েন্ট স্কেল, গঠন হতে হবে ত্রিভুজাকার, যেকোনো ছোঁয়াচে রোগ থেকে মুক্ত,গ্রামীণ এলাকায় প্রতিপালনের জন্য পরিবেশগতভাবে উপযুক্ত হতে হবে।

বিপরিতে বাছুর গুলো বিতরণ করা হয়েছে ৩০ থেকে ৪০ কেজি ওজনের রোগাক্রান্ত গরু। বয়স ৬ থেকে ৮ মাস। ঠিকাদারি প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে সুফলভোগীদের মাঝে গরু বিতরণ করে সটকে পরেন। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি ওমর ফারুক ও সাহিনের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে রাজি হননি। এতে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

এদিকে গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরুর ওজন উনিশ বিশ হয়েছে। আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে লিখিত আকারে জানাবো।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ১১১ টি বাছুর গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সেখানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, ডাঃ আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্যরা।

গরু বিতরণ ও গোয়াল ঘর নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন।এতে দেখা যায় গরু বিতরণ কার্যক্রমের অনিয়ম। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধির কাছে প্রতিষ্ঠানের নাম বা সিডিউলের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং সাংবাদিকদের দেখে দ্রুত সটকে পরেন।

এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা শায়লা শারমিন কৌশলে সাংবাদিকদের হলুদ খামে টাকা দিয়ে ম্যানেজ করতে চেয়েছিলেন এবং বলছিলেন আপনারা নিউজটা পজিটিভ কইরেন। যার ভিডিও এই প্রতিবেকের কাছে সংরক্ষিত আছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, আসলে ঐ প্রকল্পটি আলাদা দপ্তরের। তবে আপনারা বিষয়টি জানালেন ভাল হলো।আমি ডিসি স্যারকে এই অনিয়মের বিষয়ে জানাবো।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.