May 19, 2025, 12:17 am

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
রাজশাহীর পবায় যুবদল নেতা হাবিবের পুকুর খনন

রাজশাহীর পবায় যুবদল নেতা হাবিবের পুকুর খনন

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কর্ণহার থানার সাবেক ওসি হাসানুজ্জামানকে ম্যানেজ করে উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিন ফসলিজমিতে অবৈধভাবে রাতের আধাঁরে চলছে রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবের পুকুর খনন। প্রায় ৫ বিঘা ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ উঠেছে রাজশাহী জেলা যুবদলের এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে।

রাজশাহীর পবা উপজেলার কর্ণহার থানাধীন দারুশা তেতুলিয়া হাওয়ার মোড়ে আনুমানিক ৫ বিঘা ফসলি জমিতে চলছে পুকুর খনন ও মাটি বিক্রির মহাউৎসব।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ‌্যা গ‌ড়ি‌য়ে একটু অন্ধকার হ‌লেই শুরু হয় মাটি বিক্রির মহাউৎসব। ২ টি ভেকু মেশিন অর্ধশত কাঁকড়া গাড়ি একের পর এক মাটি ভর্তি গাড়ি চলে যাচ্ছে ইটভাটায় অন্যদিকে চলাচলের অযোগ্য কর্দমাক্ত মহাসড়ক যেনো মরনফাঁদ। প্রকাশ্যে কর্ণহার থানা পুলিশের টহল টিমের সামনে মাটি বহন করলেও পুলিশ যেন দেখেও না দেখার ভান। এভাবেই পবা উপজেলা প্রশাসনের নাকের ডগায় চলছে একের পর এক বিএনপি’র নেতাদের অবৈধ পুকুর খনন।

সম্প্রতি পবা উপজেলার নওহাটা বড়গাছিতে বিএনপির কথিত নেতা আওয়ালের পুকুর খননের সংবাদ প্রকাশ হলে সেই পুকুর খনন বন্ধ করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ লাখ টাকা চুক্তিতে কাজটি শুরু করেছে রাজশাহী জেলা যুবদলের নেতা হাবিব ও তার সহযোগী মাসুম। কর্ণহার থানাকে ম্যানেজ করে তারা নিজেরাই কাজ চালিয়ে যাচ্ছে এমনকি ইউএনও অথবা এসিল্যান্ড যদি অভিযানের জন্য থানায় ফোর্স চাই কর্ণহার থানার সাবেক ওসি হাসানুজ্জামান আগেই হোয়াটসঅ্যাপে হাবিব’কে সাবধান করে দিতেন।

এ বিষয়ে জানতে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন, আমরা চাইনা আমাদের কোন নেতাকর্মীর এ ধরনের কাজের কারনে দলের ভাবমূর্ত নষ্ট হোক। এমন অপকর্মের বিরুদ্ধে আমরা জেলা যুবদল সর্বদা সোচ্চার আছি।

এ বিষয়ে জানতে কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) (বর্তমান) মাহবুব বলেন, আমি দুইদিন হলো এই থানায় আসছি তথ্য দিয়ে কিছুটা সময় দেন সব পুকুর খনন বন্ধের ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পবা উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ জাহিদ হাসান জানান, আমাদের অভিযান অব্যাহত আছে খুব দ্রুত সেখানেও অভিযান করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.