May 19, 2025, 12:01 am

News Headline :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন স্বামীকে মিথ্যা বিস্ফোরক মামলাতে ফাঁসানোর অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন রাসিক সাবেক মেয়র লিটনের এপিএস টিটু গ্রেফতার রাজশাহীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রাজশাহীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে মারা গেলেন সাবেক কাউন্সিলর রাজশাহীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলে নিন্দার ঝড় রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা দায়ের
রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা

রাজশাহীতে বোয়ালিয়া থানাধীন পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বোয়ালিয়া মৌজার পৈতৃক সম্পত্তি দখলের পায়তারা করছেন একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। বোয়ালিয়া মৌজার মধ্য এস.এ-১৮ এবং আর, এস খতিয়ান নং ১৮০২, হাল -২২২৯ দাগে, ২২১৯ একরের কাত.১১০৯৫ একর ও হাল-২২৩৮ দাগে .১৫৫০ একরের কাত-০৭৭৫ একর মোট .৩৮৪৪ একরের কাত- .১৯২২ একর। পৈতৃক ওয়ারিশ সুত্রে উক্ত জমির মালিক বাছের আলী, নাজিম উদ্দিন সেখ, একরাম শেখ নামের তিনজনের যোগ্য ১৭ ওয়ারিশ। ঔ ১৭ ওয়ারিশ হলেন মাজেদা বেওয়া, আঙ্গুরা বেওয়া, দিলেরা বেওয়া, আব্দুর রশিদ, নাদিম হোসেন, নাজমুল হক, রওশনারা খাতুন, মোজ্জামেল হক, শাহিন আলী, শাহানাজ খাতুন, বিলকিস আরা, বুলবুলি বেওয়া, নাদিম আহমেদ, আদিল শেখ, সুলতানা, শাহিনুর হাসান, সাইদুর রহমান। সম্প্রতি উক্ত জমিতে প্রভাব বিস্তারে একটি মহল চাঁদাবাজদের দ্বায়িত্ব দিয়েছে। ওই চাঁদাবাজ ও ভূমি দখল গ্রুপ ইতোমধ্যে ওয়ারিশ গণকে নানাভাবে হুমকি ধামকিসহ সাইনবোর্ড ভেঙে ফেলার পরিকল্পনা করছেন।

ওয়ারিশগণ বলেন আমরা ওই জমির পৈতৃক ওয়ারিশ। আমরা আইনগত ও কাগজ কলমে জমির প্রকৃত মালিক হওয়ায় প্রশাসন আমাদের পক্ষে সকল আইনি সহায়তা প্রদান করছেন। তবুও একটি ভুমিখেকো মহল জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন। এর আগেও ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে ওই মহলটি নানাভাবে জমিটি নিয়ে আমাদের হয়রানি করেছেন।

এসব বিষয় জানতে বড় কুঠি ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকারের সাথে কথা বললে তিনি বলেন, কাগজ যার জমি তাঁর। কাগজ না থাকলে জোর করে কেউ কারো জমি দখল করতে পারবে না। এব্যাপারে যাদের কাগজ সঠিক তাঁরাই জমি পাবেন এবং তাঁরা আইনি সহায়তা পাবেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.