March 12, 2025, 1:26 am

News Headline :
দূর্গাপুরে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র অপসারণে মানববন্ধন ম্যাটস্’র কোর্স কারিকুলাম ও চার দফা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে ট্রেনে কাটাপড়ে এক যুবকের মৃত্যু ৪৯ টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের দিলেন পুলিশ কমিশনার রাজশাহীতে কুখ্যাত দুই ছিনতাইকারী আটক গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তার নারীসহ ভিডিও ভাইরাল ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা কিছু ক্ষেত্রে ব্যর্থতা তবে আন্তরিকতার ঘাটতি নেই: রাজশাহীতে উপদেষ্টা ড. আসিফ নজরুল এক নারীতে জিম্মি পশ্চিম রেলের নিরাপত্তা বাহিনী
কিছু ক্ষেত্রে ব্যর্থতা তবে আন্তরিকতার ঘাটতি নেই: রাজশাহীতে উপদেষ্টা ড. আসিফ নজরুল

কিছু ক্ষেত্রে ব্যর্থতা তবে আন্তরিকতার ঘাটতি নেই: রাজশাহীতে উপদেষ্টা ড. আসিফ নজরুল

 

নিজস্ব প্রতিবেদক: দেশ পরিচালনায় কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। পাশাপাশি বললেন, ‘পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই।’

সোমবার সকালে রাজশাহীর পিটিআইয়ের সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সর্ব ক্ষেত্রেই ভঙ্গুরতা পরিলক্ষিত।’

আসিফ নজরুল বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সরকার। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদের দোসরদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও অধিকাংশই দেশের ভেতরে অবস্থান করছে।’

এসময় আইন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান আইজিপি। তিনি বলেন, ‘র‌্যাব, এন্টি টেররিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে গঠিত ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম আজ থেকে কাজ শুরু করবে।’

আইজিপি বলেন, ‘একটি গোষ্ঠী চাচ্ছে না দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার মানবাধিকারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.