নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানা পুলিশের অভিযানে কুখ্যাত দুই ছিনতাইকারী আটক হয়েছে। ছিনতাইকারীদের নিকট থেকে টাকা ও ছিনতায়ের কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।
আটকরা হলেন, বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর এলাকার রবিউল ইসলামের ছেলে তন্ময় আহম্মেদ (২১)। অপরজন হলেন শাহমুখদুম থানা এলাকার (পবা নতুনপাড়া) কালামের ছেলে আলম আলী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ৪:৪০ ঘটিকায় হাদির মোড় সূযকানন স্কুলের বামপাশ্বে গলি থেকে তন্ময় আহমেদকে গ্রেফতার করা হয়। অপর আসামী আলমকে শাহমুখদুম থানার (২০-২-২৫ ইং তারিখে ১১ নং মামলায়) একটি মামলা এর আগেই আটক হয়৷ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে শাহমুখদুম থানা নিশ্চিত করেছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর ও নাটোর জেলার বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশি তৎপরতায় বৃদ্ধির লক্ষে কাজ করছে আরএমপি পুলিশ৷ এরই ধারাবাহিকতায় বিভিন্ন পয়েন্টে তল্লাশিসহ অভিযান পরিচালনা করছেন থানা পুলিশ।
২৮ ফেব্রুয়ারী বেলা ৪:৪০ ঘটিকায় আরএমপি’র শাহমুখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মমিনুল করিমে সার্বিক তত্ত্বাবধানে শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী দিকনির্দেশনায় ছিনতাইকারী দুজনকে আটক হয়।
শাহমুখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী বলেন, থানা এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে থানা পুলিশ। বর্তমান পরিস্থিতিতে শাহমুখদুম থানা এলাকায় ব্যাপক তৎপর পুলিশ। এরই ধারাবাহিকতায় থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে এজাহারভুক্ত ছিনতাইকারীর অবস্থান। অবস্থান সনাক্ত শেষে অভিযান দিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে টাকা ও টিপ চাকু উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেন। একজন আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিও দিয়েছে।