মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে রহমান প্লাজার দ্বিতীয় তলায় মাহবুব টেলিকম এর একটি মোবাইলের দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ই এপ্রিল) ভোর অনুমান ০৫:৩৮ মিনিট সময় চুরির এ ঘটনা ঘটে।
দোকান মালিক উপজেলার হরিদাগাছি গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মাহবুব হোসেন (৩৮), তিনি জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার আগেরদিন রবিবার রাতে মোবাইল বেচা-কেনা করে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। পরের দিন ২১শে এপ্রিল সোমবার সময় অনুমান ০৯:৪৫ ঘটিকায় মোবাইলের দোকান খুলতে এসে দেখতে পান যে মোবাইলের দোকানের সবগুলো তালা ভেঙ্গে চোরদের নিজস্ব তালা দিয়ে বন্ধ করে গিয়েছে। তিনি স্থানীয় বণিক সমিতির লোকজন সহ থানা পুলিশকে অবগত করে তালা ভেঙ্গে দোকান ঘরের ভেতর প্রবেশ করে দেখে সর্বমোট ৩৭টি মোবাইল ফোন সেট চুরি হয়েছে। যাহার আনুমানিক মূল্য ৫,০০০,৮৫/- (পাঁচ লক্ষ পঁচাশি হাজার) টাকা। বলে দাবি করেন দোকান মালিক। এ ঘটনায় চুরিরর দৃশ্য সিসি টিভিতে রেকর্ড আছে, ভিডিও ফুটেজ থানায় দিয়েছি, ৫/৬ জন অজ্ঞাতনামা আসামি করে এবিষয়ে থানায় চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী।
কেশরহাট বণিক সমিতির কোষাধ্যক্ষ ও কেশরহাট টেলিকম মালিক সমিতির সভাপতি কোষাধ্যক্ষ ওসমান আলী নিকট জানতে চাইলে তিনি জানান, মোবাইল ফোনের দোকানে চুরি করার সময় দলবদ্ধ চোরের সদস্যরা ফোনে তাদের কথোপকথন হয়েছে, চোর চুরি করার সময় ফোনে কথা বলেছ। সেহেতু ফোন নং ট্যাগ করে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে চোরদের গ্রেফতার করা না হলে মানববন্ধন সহ বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হবে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এবিষয়ে একটি চুরির মামলা দায়ের হয়েছে, মোহনপুর থানায়। আসামিদের গ্রেফতার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার জানান, থানা পুলিশের মাধ্যমে আমরা জানি কেশরহাট বাজারের একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়েছে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আমরা দেখেছি তথ্য নিয়েছি এটা এনালাইসিস করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এ অতিরিক্ত পুলিশ সুপার।