বৃহস্পতিবার (৯ মে) ভোর পাঁচটার দিকে তাকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চৌধুরীর বাড়ি থেকে আটক করা হয়।
বদলগাছী থানার ওসি তদন্ত মো. সাইফুল ইসলাম টিটুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, টিটুকে বদলগাছী থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, সাগর চৌধুরী নওগাঁ জেলায় ‘জনি গ্রুপ’ নামের একটি রাজনৈতিক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনীতি করে আসছেন।এ ঘটনায় স্থানীয় ও বিভাগীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে