November 18, 2025, 7:28 am

রামেক হাসপাতালের শৌচাগারে পড়ে ছিলো করোনা রোগীর মৃতদেহ

রামেক হাসপাতালের শৌচাগারে পড়ে ছিলো করোনা রোগীর মৃতদেহ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে করোনা আক্রান্ত এক রোগীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। সকালেই তাঁর মৃত্যু হয়। মৃত ওই রোগীর নাম মনসুর রহমান (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে তিনি ৯ জুন হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তাঁর করোনার লক্ষণ দেখা দেয়।

এরপর নমুনা পরীক্ষা করে গত ১৬ জুন তাঁর দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন তাঁকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পিতার সকালে তিনি শৌচাগারে যান। ভেতরে ছিটকিনি দেওয়া অবস্থায় তিনি পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনেরা তাঁর পড়ে যাওয়ার শব্দ পান।

কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার কারণে তাঁকে প্রথমে উদ্ধার করা যায়নি। পরে গণপূর্ত বিভাগের সহযোগিতায় দরজার ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে দেখা যায়, মনসুর রহমান মৃত অবস্থায় পড়ে আছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.