December 1, 2025, 2:24 am

News Headline :
রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা পরিকল্পিত অপহরণ থেকে ‘চোর’ নাটক: রাজশাহীতে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপুরে চাঁদাবাজি–সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করলেন বিএনপি প্রার্থী নজরুল রাজশাহী কলেজ অ্যালামনাই ভোট: এগিয়ে তুষার-কাকলী-তাসু প্যানেল রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু কাশিয়াডাংগা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিতুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মাদকের গডফাদারকে নিয়ে ”মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষনা করলেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী রাজশাহীতে ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫
রাজশাহীতে বেহুশ গ্রুপের খপ্পরে নারী, হারালেন স্বর্ণালঙ্কার ও টাকা

রাজশাহীতে বেহুশ গ্রুপের খপ্পরে নারী, হারালেন স্বর্ণালঙ্কার ও টাকা

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে আবারও সক্রিয় হয়ে উঠেছে কুখ্যাত ‘বেহুশ গ্রুপ’। সর্বশেষ তাদের খপ্পরে পড়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখার হেল্পডেস্ক কর্মী মোসাঃ আখলিমা খাতুন (৫০)। শনিবার (২২ জুন) দুপুর ১১টা ২৭ মিনিটে ব্যক্তিগত কাজে সাগরপাড়া ডায়াবেটিস বাজারে আম কিনতে এসে তিনি এই ছিনতাইয়ের শিকার হন।

আখলিমা খাতুন জানান, তিনি বাজারে গেলে হঠাৎ এক তরুণ তার সামনে এসে বলে, “আন্টি, আব্বু আমাকে বাসা থেকে বের করে দিয়েছে।” তিনি তখন বলেন, “বাবা, আমি তো তোমাকে চিনি না।” এরপর তরুণটি জবাবে বলে, “আমি আপনাকে চিনি”, এবং কথা চালিয়ে যেতে থাকে।

তাদের কথোপকথনের সময় তার সঙ্গে আরও দু’জন তরুণ যোগ দেয়। এরপর কথার ছলে তারা তিনজন একত্রে হেঁটে ভারটেক্স স্কুলের বিপরীতে একটি নির্জন গলিতে নিয়ে যায়। সেখানেই তারা আখলিমা খাতুনের কাছে থাকা একজোড়া কানের দুল, একজোড়া বালা, একটি গলার চেইন, মোবাইল ফোন ও নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী বলেন, “ছেলেটি বলেছিল যে সে আমাকে চেনে। এরপর কী হয়েছে, কিছুই বলতে পারি না। তারা আমার জিনিসগুলো কীভাবে নিয়েছে, সেটাও মনে নেই।”

ঘটনার পর তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার এক কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

রাজশাহীর সচেতন নাগরিকদের এ ধরনের প্রতারণামূলক কৌশলে যাতে কেউ বিভ্রান্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.