নিজস্ব প্রতিবেদক: সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নানা প্রজাতির দেশীয় আম ও কাঁঠালের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ জুলাই) রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা ভিতরে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহবায়ক আতাউর রহমান বাঁধনের উদ্যোগে আমরুপালি,হাড়িভাঙ্গা বারিফোর সহ বিভিন্ন দেশীয় ফলের চারা রোপণ করা হয়।
আতাউর রহমান বাঁধন বলেন, আমাদের রাজশাহী গ্রীন সিটির শহর, সবুজে ঘেরা ছিল পুরো পার্ক। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় পার্কের গাছ গুলো বিক্রি করে পুরো পার্ক ফাঁকা করে দিয়েছে। পার্কের ভিতরে রোদের সময় বসে থাকা কষ্টকর তাই দর্শনার্থীর কথা বিবেচনা করে আমরা বিভিন্ন প্রজাতির ৫০০ চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছি।ক্রমান্বয়ে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। এই গাছ গুলো লাগালে পরিবেশ সুন্দর হবে ও দর্শনার্থীরা আরাম করে ঘোরাঘুরি করতে পারবে। এছাড়াও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।আশা করছি দ্রুত সময়ের মধ্যে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হবে।
বৃক্ষরোপণ কালে উপস্থিত ছিলেন, রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ ফরহাদ উদ্দিন ভেটেরিনারি সার্জন, রাজশাহী পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুর ইসলাম,রাজপাড়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূঁইয়া
সুপারভাইজার আব্দুল খালেক স্বপন,সুপারভাইজার মোঃ রেজাউল করিম সহ পার্কের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।