November 16, 2025, 3:49 pm

আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

 

নিজস্ব প্রতিবেদক : গণ-অভ্যুত্থানের পর থেকে দেশে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। ইতোমধ্যেই ঢাকায় সোহাগ হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে।”

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পরিস্থিতির উন্নয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

উপ-প্রেস সচিব আরও বলেন, “আমরা অতীতের ব্যর্থ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি। এবার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই সরকারের লক্ষ্য। এই নির্বাচনে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং আগের মতো কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন না।”

সভায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যেসব মামলা ছিল, তা বাতিল করা হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং বাদে সব ধারাই জামিনযোগ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.