রাজশাহী প্রতিনিধি : বিয়ের নামে প্রতারণার অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী মোকাদ্দিম হোসেন ওরফে শাওনকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা ঈদগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত কাজী শাওনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৯৯/১৯ (মোহনপুর), ধারা-৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ দণ্ডবিধি অনুযায়ী প্রতারণার মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
র্যাব আরও জানায়, নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় শাওন টাকার লোভে বিভিন্ন বয়সের ছেলে-মেয়েদের বিয়ের রেজিস্ট্রি অবৈধভাবে সম্পাদন করতেন। এতে একাধিক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আদালত থেকে পরোয়ানা ইস্যু হলে তিনি গা-ঢাকা দেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজী শাওন তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। পরে তাকে রাজশাহীর মোহনপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রতারণাসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।