স্টাফ রিপোর্টার :রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন মিয়াপুর এলাকায় প্রভাব খাটিয়া সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী মো: তাহসিন আলী (৫৫)গত শনিবার (২৬ জুলাই) কাশিয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (২৫ জুলাই)বেলা ১১ টার দিকে আমার প্রতিপক্ষ (১)মো:মেহের আলী (৪৫)পিতা- নাকুর,মিয়াপুর, কাশিয়াডাঙ্গা,রাজশাহী ও(২)রুবেল (৪০),পিতা-আত্তার,বড়-বাড়ীয়া,শাহ মখদুম, রাজশাহী সহ অজ্ঞাতনামা ২০-২৫ জন আমার তফসিলভুক্ত ক্রয়কৃত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে এবং সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেএবং কিছু অংশ সিমেন্টের তৈরি খুটি দিয়ে দখল করে নেয়।আমার জমি ৮৩ কাঠা সীমানা প্রাচীর দ্বারা ঘেরা ছিল এবং জমির উপর আম গাছ লাগানো আছে।এই সীমানা প্রাচীর ভেঙে আমার ৩ লক্ষ টাকা ক্ষতিসাধন করে তারা। তফসিল ভূক্ত সম্পত্তি আমি ক্রয় সূত্রে দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছি। আগে থেকেই ১ নং বিবাদী আমার ওই জমির কিছু অংশ জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে, এ নিয়ে তার সাথে আমার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
জমি দখলের সময় বিবাদীগন আমাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ বিভিন্ন ধরণের খুন জখমের ভয়ভীতি ও হুমকী প্রদান করে।
বিবাদীদের লোকসংখ্যা এবং সশস্ত্র অবস্থায় দেখে প্রানভয়ে তাদের বাধা দিতে সাহস পাইনি।
এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিবাদীদের সাথে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।এরপর বিষয়টি আমার পরিবার ও নিকট আত্মীয়-স্বজনদের সহিত আলোচনা করে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল।
এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।