নিউজ ডেস্ক: রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মঞ্চে রবিবার (১০ আগস্ট) গান গাইলেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি আওয়ামী লীগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। এ নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।
গৌরবের স্ত্রী সেতু সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফুফাতো বোন। পলক প্রতিমন্ত্রী থাকাকালে গৌরবকে ‘নগদ’-এ চাকরিও দিয়েছিলেন।
গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, পলকের সঙ্গে তার অসংখ্য ছবি আছে। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গৌরব একটি ছবি পোস্ট করেন, সেখানে তার নিজের ছবির সঙ্গে লেখা আছে, ‘নৌকা মার্কায় ভোট দিন।’ ছবিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোগ্রামও আছে। ২০১৯ সালের ৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিমন্ত্রী পলকের একটি ছবি পোস্ট করেছেন।
সাবেক প্রতিমন্ত্রী পলকও বিভিন্ন সময় গৌরবের মিউজিক ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তার স্ক্রিনশটও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন গৌরব। গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে ‘প্রগতিশীল পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে তাঁর জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন গৌরব।
বিএনপি নেতারা জানান, গৌরব শুধু একা নন, তার পুরো পরিবার কট্টর আওয়ামীলীগপন্থী। গৌরব আওয়ামী লীগের বিভিন্ন প্রচার-প্রচারণার মঞ্চে গান গেয়েছেন। তাকে বিএনপির মঞ্চে দেখতে হবে তা তারা ভাবেননি।
সম্মেলনস্থলে উপস্থিত একাধিক নেতা জানান, বিএনপির সম্মেলনে সঙ্গীত পরিবেশন করা উচিত ছিলো জাসাসের। অথচ তাদের সম্মেলনে ডাকা হয়নি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত শিল্পী গৌরবকে সম্মেলনে গান গাওয়ার জন্য নির্ধারণ করেছিলেন।
বিএনপি নেতা শাহীন শওকত ও শিল্পী গৌরবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া না যাওয়ায় তাদের মন্তব্য জানা যায়নি।সূত্র : উত্তরভূমি