November 30, 2025, 11:39 pm

News Headline :
রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটনের দোয়া প্রার্থনা পরিকল্পিত অপহরণ থেকে ‘চোর’ নাটক: রাজশাহীতে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপুরে চাঁদাবাজি–সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করলেন বিএনপি প্রার্থী নজরুল রাজশাহী কলেজ অ্যালামনাই ভোট: এগিয়ে তুষার-কাকলী-তাসু প্যানেল রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর নির্বাচনী প্রচারণা শুরু কাশিয়াডাংগা পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিতুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মাদকের গডফাদারকে নিয়ে ”মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষনা করলেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী রাজশাহীতে ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫
রাজশাহীতে হত্যার উদ্দেশ্যে হামলা আসামিরা ধরা ছোঁয়ার বাইরে

রাজশাহীতে হত্যার উদ্দেশ্যে হামলা আসামিরা ধরা ছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর নওদাপাড়া সংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত যখন করার ঘটনায় মামলার দুই সপ্তাহ পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন অভিযুক্ত আসামিরা।

এতদিনে একজনও গ্রেফতার না হওয়ায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী আফজাল হোসেনের পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগী আফজাল হোসেন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ নগরীর শাহ মখদুম থানায় একটি হত্যা চেষ্টার মামলা করেন। ওই মামলার দুইসপ্তাহ পার হলেও আসামিদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী আফজাল হোসেন নগরীর শাহ মখদুম থানাধীন বড় বনগ্রাম মহালদার পাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন ইট বালু ব্যবসায়ী।

অভিযুক্ত আসামিরা হলেন, রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম রোডপাড়া এলাকার বাসিন্দা রফিকের ছেলে সবুজ ৩৯ ও মেয়ে শাপলা (৩৩) সবুজের ছেলে নিরব (১৯) ও জীবন দাস ৩৬।

এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী আফজাল হোসেন গত ৩ই আগস্ট বিকেলে পৌনে ৬ টার সময় নওদাপাড়া তারা মসজিদের সামনে মটর সাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে এজাহার নামীয় আসামিরা দেশীয় অস্ত্র ছুরিকাঘাতে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়ে গুরুত্ব রক্তাক্ত জখম করে এবং এলোপাথাড়ি কাঠ ও বাঁশ দিয়ে মারধর করে ছিলাফোলা ও রক্তাক্ত জখম করে। এ সময় ভুক্তভোগী চিৎকারে এলাকাবাসীর এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যাই এবং স্থানীয়রা উদ্ধার করে ভুক্তভোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায় এবং ৩১ নম্বর ওয়ার্ডের ভর্তি করেন। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় অবস্থান করেন।

ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার না হয় আমিও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে আসামিদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

তবে আসামিরা শীঘ্রই ধরা পড়বে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহমখদুম থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত মোঃ হাবিবুর রহমান।

এই বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারি বলেন, আসামীতো ধরার জন্য বাসায় যাচ্ছে পুলিশ।বাদীকে সাথে নিয়ে অভিযান করা হচ্ছে বাদী নিজেও জানে রেট দেয়া হয়েছে অবশ্যই ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। ইন্সপেক্টর তদন্ত এ মামলার আয়ু তিনি এ বিষয়টি দেখছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.