November 17, 2025, 9:20 pm

গোদাগাড়ীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন

গোদাগাড়ীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন

গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নতুন কমিটি গঠন ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঔষধ কোম্পানীতে কর্মরত প্রতিনিধিদের কথায় কথায় চাকরি হতে ছাঁটাই বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন ও টি.এ/ডি.এ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকরী সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় ফারিয়ার অংশ হিসেবে সারাদেশে একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর ২০২২) সকাল দশটায় রাজশাহীর গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এই সমাবেশ টি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মমিনুল ইসলাম (রনক), সহ-সভাপতি মোঃ খন্দকার মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ,সহ-সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সহ-সম্পাদক মোঃ নেজাম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলি, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী আজম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম উদ্দিন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী, প্রচার সম্পাদক মোঃ মামুনুর রশিদ (মামুন),সহ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সদস্য সচিব মোঃ নাজমুল হক, সদস্য মোঃ ইসহাক সহ আরো অনেক এই সময় উপস্থিত ছিলেন।

এই সময় উপস্থিত বক্তারা বলেন, ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা উচ্চ শিক্ষা অর্জন করে এই সম্মানিত পেশায় রোদ,ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে অথচ কিছু কোম্পানির একগুঁয়েমি স্বেচ্ছাচারিতার বলি হচ্ছে অনেক প্রতিনিধিগণ। যা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য এই ধরনের স্বেচ্ছাচারিতা থেকে কোম্পানী গুলোকে বের হয়ে আসতে হবে। এবং দেশের সার্বিক দ্রব্যেমূল্যর বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.