নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শাহমুখদুম থানায় সেবা পেতে গিয়ে সাধারণ মানুষসহ সাংবাদিকরাও বিড়ম্বনায় পড়ছেন। এমনকি সাংবাদিক নিজের নিরাপত্তা চেয়ে জিডি করতে গেলে তার জিডি না নিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৮ আগস্ট দুপুরে জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল নিজের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তিনি নিরাশ হয়ে ফিরে আসেন। অভিযোগ রয়েছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী জিডি গ্রহণ না করে বিষয়টি মীমাংসা করতে বলেন।
এর আগে, ২৬ আগস্ট রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ শাখায় একটি জমির নিলাম নিয়ে হট্টগোলের সময় সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় এক প্রতারক ও দালালের হাতে সাংবাদিক চপল হুমকি ও গালিগালাজের শিকার হন। এমনকি অপর এক সাংবাদিকের মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনাও ঘটে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে চপল নগরীর শাহমুখদুম থানায় জিডি করতে গেলে অফিসার ইনচার্জ সেটি গ্রহণে অস্বীকৃতি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ইন্সপেক্টর মাছুমা মুস্তারী এই থানার দায়িত্ব গ্রহনের পর থেকেই নিজেকে “প্রভাবশালী” হিসেবে উপস্থাপন করছেন। একাধিক সাংবাদিক অভিযোগ করেন, গত ২৬ আগষ্ট রাতে এই প্রভাবশালী ওসি প্রকাশ্যে বলেছেন—“সাংবাদিকরা কে কেমন, আমার জানা আছে। আমার কাছে ডকুমেন্টস রয়েছে, চাইলে সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।”
এছাড়া অভিযোগকারীদের প্রতি সহযোগিতার পরিবর্তে ওসির গড়িমসি ও খারাপ আচরণের অভিযোগ রয়েছে। থানায় সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী জানান, পুলিশের সহযোগিতা চাইলে বরং উল্টো কথা শুনতে হয় তাদের। ওসির বিরুদ্ধে এমন অভিযোগে হতাশ হচ্ছেন সাধারণ জনগণ। জনগণের অভিযোগ, পুলিশের এমন আচরণে ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে এবং সেবা প্রত্যাশীরা থানায় যেতে নিরুৎসাহিত হচ্ছেন।
থানায় জিডি গ্রহন নিয়ে ভুক্তভোগী সাংবাদিক মাজহারুল ইসলাম চপলের সাথে বললে তিনি বলেন, গত ২৬ তারিখের ঘটনায় বিভিন্ন জন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে, প্রতারক আক্তার আমার ক্ষতি করবে। এমন সম্ভাবনার জায়গা থেকে নিজের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে শাহমুখদুম থানায় একটি সাধারণ ডায়েরি করতে যায়। এমন ওসি মাছুমা মুস্তারী জিডিটি না নিয়ে মিমাংসার চাপ প্রয়োগ করেন। তিনি বলেন, রাতে আপনাদের সিনিয়র সাংবাদিকদের সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে বাড়াবাড়ির দরকার নাই। আপনার জিডি আমি নিতে পারবো না।
এমন অভিযোগের ব্যাপারে শাহমুখদুম জোনের উপ-সহকারী পুলিশ কমিশনারের সাথে মুঠোফোন কথা বললে তিনি জানান, এমন অভিযোগের ব্যাপারে আমার জানা নাই। আপনি বললেন আমি ওসির সাথে কথা বলছি। সাংবাদিকের জিডি নেওয়া হবে না আপনি এমন নির্দেশনা দিয়েছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, না এই ধরনের কোন নির্দেশনা দেয়া নাই। থানায় সবাই সেবা পাবে। পরে আরএমপি এর মিডিয়া মুখ্যপাত্রের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।