January 10, 2026, 9:58 am

News Headline :
রাজশাহীতে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁস চক্রের ৬ জন গ্রেপ্তার লালমনিরহাটে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২জন বহিষ্কার, ১জনের এক মাসের কারাদণ্ড কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে বাসে আগুন লেগে নিহত ৪,আহত ২১ লালমনিরহাটে মাদক সহ ১ জন আটক সীমান্ত ঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত গোদাগাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন রাজশাহীতে গাঁজার গাছ উদ্ধার,গ্রেপ্তার ১ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাপ’সহ ১ জন আটক
শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু’কে নিয়ে চাঞ্চল্য

শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু’কে নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কুমারপাড়া এলাকার এক কলেজশিক্ষকের বিরুদ্ধে শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আনিসুজ্জামান মিলু (৬০)। তিনি বর্তমানে তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়, আনিসুজ্জামান মিলু বিগত সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব দেখিয়েছেন বর্তমানে বিএনপি সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর ছত্রছায়ায় এখনো প্রভাব দেখিয়ে মাদকের রমরমা বাণিজ্য করে যাচ্ছেন। এছাড়াও পারিবারিক অবস্থানের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, তিনি প্রভাবশালী পরিবারের সদস্য—তার বড় ভাই দেশের একজন উচ্চ আদালতের বিচারক হওয়ায় প্রথমদিকে কেউ তাকে সহজে সন্দেহ করেননি।

জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও তার ভাই জেডু সরকারের সহযোগী নেতাকর্মীদের ইয়াবা সাপ্লাইয়ার হিসেবে কাজ করতেন এই মিলু।

তবে পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, মাদকসেবনের কারণে মিলুর সঙ্গে তার বড় ভাইয়ের সম্পর্ক বহু বছর ধরেই বিচ্ছিন্ন।

একাধিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে আনিসুজ্জামান মিলু গ্রেপ্তার হন। মামলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগ আনা হয়। তিনি ওই মামলায় প্রায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

গোপন সূত্রে আরো জানা যায়, আনিসুজ্জামান মিলু বর্তমানে তিনি ওয়ারেন্টের আসামি হয়েও বোয়ালিয়া থানা পুলিশের নাকের ডগাই চালিয়ে যাচ্ছেন রমরমা মাদক ব্যবসা অথচ পুলিশ প্রশাসন যেনো দেখেও না দেখার ভান।

তানোর মহিলা কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,উনি নিয়মিত ক্লাস নেন না। অন্য একজন শিক্ষক তার ক্লাস নেন, কিন্তু বেতন উনি নিয়মিত তুলে নেন।

সহকারী অধ্যাপক আনিসুজ্জামান নিয়মিত কলেজ করেননা কিন্তু বেতন নিয়মিত পান এমন অভিযোগ স্বিকার করে তানোর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জানান, তার চাকুরী আর মাত্র ২ মাস বহাল আছে এরপর তিনি অবসরে যাবেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কিছু জানা নাই।

কুমারপাড়া এলাকার প্রতিবেশী এক নারী জানান,রাত-বিরাতে মিলুর বাসায় বিভিন্ন লোকজনের যাতায়াত থাকে। আগে ভাবতাম ছাত্ররা পড়তে আসে, কিন্তু এখন যেসব মানুষের আনাগোনা দেখি তাতে মনে হচ্ছে ভিন্ন কিছু। এসব নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

বিষয়টি নিয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “যদি আদালত থেকে ওয়ারেন্ট জারি থাকে, তাহলে হাইকোর্টের আদেশ অনুযায়ী দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। তার অবস্থানও নজরদারিতে রাখা হবে।”

অভিযোগের বিষয়ে জানতে আনিসুজ্জামান মিলুর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.