November 4, 2025, 11:34 pm

News Headline :
রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রুমিন ফারহানার বগুড়া-৬ আসনে ধানের শীষে লড়বেন তারেক রহমান দিনাজপুর-৩,ফেনী-১ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজশাহীতে লফস’র শিক্ষাবৃত্তি প্রদান গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের রাজশাহী মহানগর বিএনপি’র কমিটি ঘোষণা- সভাপতি মামুন, সম্পাদক রিটন শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু’কে নিয়ে চাঞ্চল্য গোদাগাড়ীতে আটক সোনার বারকে ঘিরে ধোঁয়াশা দারুশা কেন্দ্রীয় দাখিল মাদ্রাসায় অদৃশ্য ছাত্র, দৃশ্যমান দুর্নীতি!
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজশাহীতে লফস’র শিক্ষাবৃত্তি প্রদান

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজশাহীতে লফস’র শিক্ষাবৃত্তি প্রদান

রাজশাহী প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঘোড়ামারাস্থ লফস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের অন্তর্ভুক্ত ১৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এর সিনিয়র ম্যানেজার লোটাশ লুক চিশিম।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী বি.বি. হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার এবং রাজশাহী জজ কোর্টের আইনজীবী শাহিনুল হক মুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো ফলাফলের জন্য আজ তোমরা বৃত্তি পেয়েছো, ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত থেকে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তারা শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্ত না হওয়ার পরামর্শ দেন এবং বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লফস এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.