November 7, 2025, 7:26 pm

News Headline :
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাজশাহী : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু।

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন,মহানগর সহ সভাপতি ওলিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক রবিউল ইসলাম মিলু।

উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, “৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়াই।”

মহানগর বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাটার মোড়ে। এছাড়া শনিবার রক্তদান কর্মসূচি এবং রোববার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘‘এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।’’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.