নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মারা গেছেন। তারা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শিশাতলা মোড়ে রাজশাহী-বাঘা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চারঘাটের শলুয়ার ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং মিলনের ছেলে মারুফ (১৮)। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেম, তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। শিশাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
ওসি বলেন, ‘‘দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে মরদেহগুলো উদ্ধার করে। পরে মরদেহগুলো পুলিশ হেফাজতে রাখা হয়।
নিহতদের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে পারবেন বলে ওসি মিজানুর রহমান জানান।