January 9, 2026, 3:46 am

News Headline :
লালমনিরহাটে মাদক সহ ১ জন আটক সীমান্ত ঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত গোদাগাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন রাজশাহীতে গাঁজার গাছ উদ্ধার,গ্রেপ্তার ১ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাপ’সহ ১ জন আটক পশ্চিমাঞ্চল রেলে রমরমা নিয়োগ বাণিজ্য, শ্রমিক লীগ নেতা হৃদয় এখনও সুরক্ষিত লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল
রাজশাহীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

রাজশাহীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

রাজশাহী প্রতিনিধি: একটি দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। সকলকে সতর্ক থাকতে হবে। তাই নেতাকর্মীদের এখনই সচেতন হতে হবে-অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন তৈরি করা যাবে না।”

শনিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “একটি দল বিভেদের মাধ্যমে তারা নিজেদের ফায়দা লুটতে চায়।

“আরেকটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। তবে অতীত অভিজ্ঞতা বলে-এদের দ্বারা দেশে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়, রাষ্ট্রের শৃঙ্খলাও ফিরবে না।”

ব্যারিস্টার আমিনুল হকের অবদান স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, “এলাকার উন্নয়নে তিনি এমপি ও মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দল তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এবার তার ভাই শরিফ উদ্দিনকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের দায়িত্ব-ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করা।”

কবর জিয়ারতে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.