November 16, 2025, 3:36 pm

রাজশাহীতে জামায়াতের মোটরসাইকেল শো-ডাউন

রাজশাহীতে জামায়াতের মোটরসাইকেল শো-ডাউন

রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সমর্থনে সকাল থেকে বিশাল মোটরসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড থেকে যাত্রা শুরু করে র‍্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করতে থাকে। সকাল থেকেই হাজারো মোটরসাইকেল আরোহীর উপস্থিতিতে পুরো এলাকার পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকদের বরাতে জানা গেছে, র‍্যালিটিতে প্রায় সাড়ে ছয় হাজার মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও নির্বাচনী প্রতীক নিয়ে সারিবদ্ধভাবে নগরের প্রধান সড়কগুলো ঘুরে প্রচারণামূলক শ্লোগান দিতে থাকেন। কয়েক ঘণ্টা ধরে চলা এ র‍্যালি। এ কারণে নগরের বিভিন্ন এলাকায় প্রচারণামুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারাও নানা স্থানে দাঁড়িয়ে র‍্যালিটি উপভোগ করেন।

র‍্যালিটি দুপুর ১টার দিকে হেতেমখাঁ জাদুঘর মোড় হয়ে দরগাপাড়া শাহমখদুম ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক। দাঁড়িপাল্লা প্রতীককে সামনে রেখে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ মোটরসাইকেল র‍্যালির আয়োজন করেন। বিভিন্ন শ্রেণি–পেশার সমর্থকদের অংশগ্রহণে র‍্যালিটি পুরো নগরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.