নিজেস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হল শাখার অর্থ সম্পাদক পদ পেয়েছেন বরেন্দ্র ভূমি তথা রাজশাহীর কৃতি সন্তান মোঃ ওজায়ের আহমেদ । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু ইউনুস কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
গত ২রা মার্চ ২০২২ ইং তারিখে, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি পদে জনাব সজীবুর রহমান সজীব এবং সাধারণ সম্পাদক পদে জনাব মুহাম্মদ আবু ইউনুস কে নির্বাচিত করে হলের আংশিক কমিটি ঘোষনা করা হয় কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।
ওজায়ের আহমেদ ২০১৬ সালে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৮ সালে সরদহ মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত জিপিএ ৫.০০ পেয়ে চারিদিকে সুনাম অর্জন করেন। ২০১৮-১৯ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে নেতৃত্বের গুণাবলী বিকশিত করে যাচ্ছেন।
নবনির্বাচিত বিজয় একাত্তর হল ছাত্রলীগের অর্থ সম্পাদক মোঃ ওজায়ের আহমেদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সপ্নের সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ৪র্থ বিপ্লবকে সামনে রেখে বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সততা ও নিষ্ঠার সাথে নিজের ব্যাক্তগত চাওয়া পাওয়ার উর্ধ্বে থেকে স্বদেশের নিমিত্তে নিজেকে উৎসর্গ করা এবং দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য, বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক, কারিগরি, মাতৃভাষা ভিত্তিক সর্বজনীন শিক্ষানীতির প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে নেয়াই আমার একমাত্র রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য।
তিনি আরো বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে যুদ্ধাপরাধী শক্তিকে পরাজিত করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামিলীগের বিজয় নিশ্চিতে স্ব-অবস্থান থেকে যথাসাধ্য অবদান রাখাই আমার পরবর্তী লক্ষ্য।
উল্লেখ্য যে, সু-দীর্ঘ ৫ বছর পর হল কমিটি পূর্নাঙ্গ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সব হলের মধ্যে বিজয় একাত্তর হল ছাত্রলীগের কমিটি সর্বপ্রথম পূর্নাঙ্গ করা হয়েছে।