November 17, 2025, 3:55 pm

রাজশাহীতে বিচারক পুত্র হত্যা, আইনজীবীদের মানববন্ধন

রাজশাহীতে বিচারক পুত্র হত্যা, আইনজীবীদের মানববন্ধন

রাজশাহী: রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা, পুত্র হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করেছেন আইনজীবীরা।

রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের উপর এমন হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। এতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। তারা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, অপরাধীর দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম বলেন, “বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে?” তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫) কে ছুরিকাঘাত করে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৪)। পরের দিন, ১৪ নভেম্বর, বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। একই দিনে নিহত তওসিফকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই ঘটনায় আসামী লিমন মিয়ার বক্তব্য মিডিয়ায় ভাইরাল হওয়ায় আরএমপি কমিশনারকে তলব করেন আদালত। আদালতের এ আদেশের পর আরএমপি পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। আসামী লিমন মিয়া ৫ দিনের রিমান্ডে আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.