নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর মোল্লা পাড়া পুরাতন বাঁশের আড্ডার পাশে ৫ বিঘার একটি পুকুর ভরাট চলছে। সারাদিন- রাতে ১৫/২০ টি গাড়িতে বালু ফেলে পুকুর ভরাটের কাজ করছেন প্রভাবশালী স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় গিয়ে দেখা যায় পুকুর ভরাটের এ মহাযজ্ঞে প্রায় শতাধিক যুবক বসে আছেন। খায়রুলের নেতৃত্বে এ পুকুর ভরাট চলছে বলে দাবি স্থানীদের।
স্থানীয়রা বলছেন, এর আগে এ পুকুর ভরাট নিয়ে দু-গ্রুপে মাঝে মারামারি হয়। এরপর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বসে দু-গ্রুপের মাঝে সন্ধি হয়। সন্ধি শেষে প্রশাসন ম্যানেজ করে পুকুরটি ভরাট করা হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে ঘটনাস্থলে গেলে তারা পুকুর ভরাটকারীকে কথা বলতে রাজি হয়নি।
কথা বললে কাশিয়াডাংগা থানার ওসি আজিজুল বারী বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ এমন করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো উল্লেখ করেন এসব বিষয় এসিল্যান্ড ও পরিবেশ অধিদপ্তর দেখেন। তারা যদি স্থানীয় থানা পুলিশের সাহায্য চায় তাহলে আমরা তাঁদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাসমিনা খাতুন বলেন বিষয়টি আমার জানা নাই। ঠিকানা পাঠান আমি ব্যবস্থা নিবো।