নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা বিএনপি’র যুবদল- সেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধা ৭টায় নগরীর চন্দ্রিমা থানার মোড়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উন্নত চিকিৎসার জোর দাবি জানিয়ে বলেন, “তাঁর চিকিৎসা যেন আরও উন্নতভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহবায়ক কাশেম আলী,যুগ্ম আহবায়ক মোহাম্মদ শরীফ রুমন, মোহাম্মদ টিপু, ওয়ার্ড বিএনপির নেতা, কিসমত আলী, সুলতান আলী, মহিলা দেল নেত্রী মোসা: হাসি বেগম, সাবেক যুবদল নেতা আমিন শেখ,মোহাম্মদ কাওসার,মহানগর যুবদলের সদস্য এবং সাবেক যুগ্ন আহবায়ক মো: সাইদুল ইসলাম, মহানগর যুবদলের অন্যতম সদস্য আব্দুল কাদের উৎসব, সদস্য আলতাফ হোসেন,চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক পিন্টু বিশ্বাস, মো: রাশেদুল ইসলাম রাসেল, ইউসুফ আলী সনি, চন্দ্রিমা থানা যুবদল নেতা মিনার হোসেন। চন্দ্রীমা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রিজভী রেজা সাগর, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদ আলী, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৌরভ হোসেন ছানা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম। ওয়ার্ড যুবদল নেতা সইদুল ইসলাম,
ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা নয়ন, শিমুল, রাসেল, চন্দ্রিমা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেরাজুল ইসলাম মেরাজ, চন্দ্রিমা ছাত্রদলের সদস্য ওমর আলী রবি, ছাত্রদল নেতা আলামিন, রাকিব, জয়, তোহা, সাব্বির,জাহিদ, আলী ইমাম, স্বাধিন, সাকিব ও অন্যান্য নেতা – কর্মী বৃন্দরা।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।