নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর রাজপাড়া থানাধীন আলিগঞ্জ এলাকায় সুদের টাকা আদায়ের ঘটনায় প্রতিবাদ করাকে কেন্দ্র করে শান্ত নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় এক অসহায় ব্যক্তির কাছ থেকে সুদের টাকা নেওয়ার ঘটনায় শান্ত প্রতিবাদ করলে নয়ন–রুবেল নামে পরিচিত একটি স্থানীয় গ্রুপ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শান্তের মৃত্যু হয়।
রাজপাড়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।