নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ জিল্লুর রহমান নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও ৪জন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রাণীপুকুর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জিল্লুর রহমান উপজেলার রাণীপুকুর গ্রামের মোজাফফর হোসেন ছেলে ও রাণীপুকুর বাজারের চা দোকানী। এ প্রতিবেদন লেখা কালীন সময়ে আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিহত জিল্লুর রহমান বাসা থেকে মোটরসাইকেল নিয়ে নওহাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া অপর একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তারা সকলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তাদের মধ্যে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।