January 9, 2026, 2:34 am

News Headline :
লালমনিরহাটে মাদক সহ ১ জন আটক সীমান্ত ঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত গোদাগাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন রাজশাহীতে গাঁজার গাছ উদ্ধার,গ্রেপ্তার ১ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত লালমনিরহাট ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ইস্কাপ’সহ ১ জন আটক পশ্চিমাঞ্চল রেলে রমরমা নিয়োগ বাণিজ্য, শ্রমিক লীগ নেতা হৃদয় এখনও সুরক্ষিত লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের ২২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল
আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিউজ ডেস্ক: রাজশাহীতে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সকাল আটটা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমেছে, দোকানপাটও দেরিতে খুলছেন ব্যবসায়ীরা।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্ননিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তরের হিমেল হাওয়া বইছে অবিরত। রাতে ছিল হিমেল বাতাস, সেইসঙ্গে কুয়াশায় ঢেকে ছিল চারদিক। সকালে সূর্যের দেখা না মেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নআয়ের মানুষের।

রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সফিকুল ইসলাম বলেন, ভোরে কাজে বের হব ভাবছিলাম, কিন্তু উঠে দেখি বাতাস বইছে। কিছুক্ষণ থেমে সকাল ৭টার দিকে বের হয়েছি। বাতাসের কারণে টেকা কষ্টকর হয়ে গেছে। হাতে গ্লাভস না থাকলে ঠান্ডায় হাত জমে যায়।

মাফিন নামে এক স্কুলছাত্রী বলে, স্কুল নেই তবে কোচিংয়ে যাচ্ছি। শুক্রবারও এতো শীত লাগেনি, শনিবার যতটা লাগছে। শীত বাড়িয়েছে হিমেল হাওয়া। সকালে বের হওয়া একেবারেই কঠিন হচ্ছে।

বুধপাড়া রেল বস্তিতে থাকা বিভিন্ন বয়সের মানুষ আগুন জ্বেলে শরীর গরম রাখছেন। কেউ চা হাতে নিয়ে কাঁপছেন, কেউ গায়ে মোটা কম্বল জড়িয়ে নীরবে বসে রয়েছেন। তাদের দাবি, রাজশাহী এখনও সরকারি-বেসরকারি উদ্যাগে শীত বস্ত্র দেওয়া হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটছে তাদের।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, শুক্রবারের তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। শুক্রবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বেড়েছে রাজশাহীতে, যা আরও কয়েকদিন বইতে পারে। ফলে শীতের তীব্রতা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.