মিজানুর রহমান, লালমনিরহাট: লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সদস্যদের অভিযানে ১২১ বোতল ফেন্সিডিল এবং ২৪৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রামখানা অনন্তপুর বিওপি এলাকায় ০৪ঠা জানুয়ারী ভোর রাতে বিজিবি টহল পরিচালনা করে,এসময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৯৪পিস ভারতীয় স্কাপ সিরাপ সহ একটি বস্তা ফেলে পালিয়ে যায়।বিজিবি মাদক সহ বস্তাটি জব্দ করে,
১৫ বিজিবির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বালা হাট বিওপি এলাকায় গত ২রা জানুয়ারী রাতে বিজিবি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে,সীমান্ত সংলগ্ন কতিপয় চোরাকারবারি কে ধাওয়া দিলে মাদক ভর্তি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাকারবারিরা, বিজিবি বস্তা উদ্ধার করে ১২১ বোতল ফেন্সিডিল এবং ১৪৮ বোতল স্কাপ সিরাপ জব্দ করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেক জানানো হয় ১২১ বোতল ফেন্সিডিলের সিজার মুল্য ৪৮,৪০০ এবং ২৪৪ বোতল স্কাফ সিরাপের মুল্য ৯৭,৬০০ টাকা।উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মুল্য ১লক্ষ ৪৬ হাজার টাকা।চোরাচালানের সাথে জড়িত মাদক ব্যাবসায়ী দের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে,কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন সীমান্ত এলাকায় মাদক,চোরাচালান,অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।মাদক চোরাচালান নিয়ন্ত্রনে তিনি স্থানীয় জনগনের সহযোগীতা কামনা করেন,
প্রয়োজনে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।