লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলায় প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা–২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।পরিক্ষা কেন্দ্রের নিয়ম ভঙ্গ করে মোবাইল ডিভাইস রাখায় ২জন কে বহিষ্কার এবং ০১ জনকে এক মাসের কারা দন্ড দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা শহরের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৩৬৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৪১৭ জন এবং অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
পরীক্ষাকালে নিয়ম ভঙ্গের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সরকারি মজিদা খাতুন মহিলা কলেজ কেন্দ্রে একজন পরীক্ষার্থী পরীক্ষার নির্দেশনা অমান্য করে মোবাইল ফোন রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বহিষ্কৃত হন।
অপরদিকে, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সাজেদুল ইসলাম (পিতা: মৃত নরুল হক, গ্রাম: সতিরপাড়, উপজেলা: কালিগঞ্জ, জেলা: লালমনিরহাট) নামের এক পরীক্ষার্থী মোবাইল ডিভাইস রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
সার্বিকভাবে জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।