নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহী পবা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টাই রাজশাহী পবা উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এর আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
এ্যাড. শফিকুল হক মিলন বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন—আমি বাংলাদেশের জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা উপজেলা সাব রেজিস্টার শাহীন আলী,
পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনারুল ইসলাম আবু ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান সবুজ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন,নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক,পবা উপজেলা বিএনপির সদস্য সচিব রাজ্জাক হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, যুব নেতা ইফতেখার জামান ডনি ও সোহেল রানা’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পবা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আনারুল ইসলাম আবু।
উক্ত দোয়া মাহফিলে পবা উপজেলা দলিল লেখক সমিতির সকল সহকারী ও নকল নবিশ’সহ
সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।