মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাটে সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি ব্যাটালিয়ন শীর্তার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে।
সোমবার(১২ জানুয়ারী)সকালে লালমনিরহাট সীমান্ত ব্যাংক ও ১৫ বিজিবি ব্যাটালিয়ন, সদর উপজেলার মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে।২৭০টি ছিন্নমুল হতদরিদ্রের মাঝে কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে,কর্নেল মেহেদী ইমাম (পিএসসি),মোগলহাট বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার,মোগলহাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আলম সহ বিজিবির অন্যান্য কর্মকর্তা গন।
কম্বল বিতরন কালে ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে,কর্নেল ইমাম মেহেদী, (পিএসসি) উপস্থিত সাংবাদিকদের বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও অসহায় দরিদ্র মানুষের পাশে মানবিক হাত নিয়ে দাঁড়ায়।বন্যার্ত এবং শীতার্ত মানুষের মাঝে বরাবরের মত বিজিবি ত্রান সহায়তা ও শীতবস্ত্র বিতরন করে আসছে।বিজিবি সব সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে জনকল্যানমুলক কাজ করে যাবে।