নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা।
সোমবার (১২ জানুয়ারি) বিকেল তিনটায় সাহাব্দিপুর মোড় এলাকায় বিকেল তিনটায় স্থানীয়রা মানববন্ধন আয়োজন করে সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও শোষণের অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী আবুল কালাম অভিযোগ করেন, “সাইফুল নিজে কোনো সংবাদ প্রকাশ না করে অন্য সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করিয়ে অর্থ দাবি করত। একটি দুর্ঘটনার খবরকে কেন্দ্র করে মানুষদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। প্রশাসনের সাথে সখ্যতা দেখিয়ে ফোনের মাধ্যমে অর্থ আদায় করে শেষে নিজে ভাগ করে নিত।” সাংবাদিক সাইফুলের মামলা হামলাসহ নানা রকম হয়রানির শিকার ওই ভুক্তভোগী পরিবার আরও বলেন, আমরা নিরাপত্তা চাই।
স্থানীয় শহীদুল নামের বলেন, “এ ধরনের মানুষ স্থানীয় প্রশাসনের সুবিধা নিয়ে সাধারণ মানুষের অধিকার লুট করছে। আমরা চাই, প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়।”
মহিশালবাড়ী বাজার কমিটির একজন কর্মচারী, নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করেন, “সাইফুল কমিটির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন আমাদের বেতন মেরে খেয়েছে। বিলও অতিরিক্ত দেখিয়ে অর্থ নিত। আমরা এর কারণে অনেক সমস্যায় পড়েছি।”
মানুষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।