নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক সময়ের আলো ও দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার।
শুক্রবার (১৬ জানুয়ারি) মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ের বর্ধিত সভায় আগামী ১ বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। উক্ত নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
এছাড়াও উক্ত কমিটিতে নির্বাচিত হন, সিনিয়র সহসভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, সহসভাপতি মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী প্রতিনিধি আসগর আলী সাগর, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম।
এসময় মোহনপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতনসহ পূর্বের কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।