মিজানুর রহমান,লালমনিরহাট: লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) একটি কাভার্ড ভ্যান আটক করে ৮৮৫ বোতল নেশার সিরাপ জব্দ করে।এসময় নাজমুল হোসেন নামে একজনকে আটক করে ডিবি পুলিশ।
সোমবার (১৮ই জানুয়ারী)লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)ভোর রাতে কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় একটি কাভার্ড ভ্যান কে থামার জন্য সংকেত দেয়,এসময় দ্রুত বেগে কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কাভার্ড ভ্যানটির পিছনে ডিবি পুলিশ ধাওয়া করলে মহিপুর সেতু পার হয়ে গঙ্গাচড়া থানা এলাকায় পৌছায়,ডিবি পুলিশ সড়কে ব্রেঞ্চ ফেলে তাৎক্ষনিক ব্যারিকেড দিলে চালক একটি গাছের সঙ্গে ধাক্কা মারে,এতে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ে,ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়।
লালমনিরহাট ডিবি পুলিশ গঙ্গাচড়া থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানটি লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসে,গাড়ীটি তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো কয়েকটি কার্টুন থেকে স্কার্ফ সিরাপ ১৭৯,ফেন্সিডিল ৫৪০ ফেয়ারডিল ১৬৬ মোট ৮৮৫ বোতল মাদক জব্দ করে পুলিশ।আটক মাদকের আনুমানিক মুল্য ১০ লাখ টাকা পুলিশ তাৎক্ষনিক জানায়।
ঘটনাস্থল থেকে পুলিশ ০১জনকে আটক করে, আটক ব্যক্তি নাজমুল ইসলাম (৩৮)তার বাড়ী লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খান্ডেরচওড়া এলাকায়।
এদিকে জব্দকৃত কাভার্ড ভ্যানটি কোন জেলার হেফাজতে যাবে—এ নিয়ে লালমনিরহাট ডিবি পুলিশ ও গঙ্গাচড়া থানার মধ্যে প্রশাসনিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। লালমনিরহাট ডিবি পুলিশের দাবি,যেহেতু গোপন সংবাদের ভিত্তিতে তারাই অভিযান শুরু করে তাই আইনগতভাবে গাড়িটি তাদের হেফাজতেই যাওয়ার দাবী রাখে।
অন্যদিকে গঙ্গাচড়া থানা পুলিশ বলছে, যেহেতু ঘটনাস্থল রংপুর জেলার আওতাভুক্ত এবং গাড়িটি এখানেই জব্দ করা হয়েছে, তাই এটি রংপুরেই রাখা যুক্তিযুক্ত।
গাড়িটি স্থানান্তরের জন্য ঘটনাস্থলে ক্রেন আনা হলেও হেফাজত সংক্রান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখনো কাভার্ড ভ্যানটি সরানো হয়নি। বিষয়টি নিয়ে দুই জেলার পুলিশের মধ্যে আলোচনা চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।